দরবৃদ্ধির শীর্ষে কাট্রালি টেক্সটাইল

Posted on May 19, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (১৯, মে ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে ১২৫ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে কাট্রালি টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা বা ১০ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ১১ টাকা। তাতেই দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ৩ টাকা বা ৯ দশমিক ৮৪ শতাংশ।

এবং গতদিনের তুলনায় ৯ দশমিক ৫৭ শতাংশ বা ২ টাকা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার নিট কম্পোসিট পিএলসি।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে মুন্নু ফেব্রিক্সের ৮ দশমিক ৮৭ শতাংশ বেড়ে হয়েছে ১৩.৫ টাকা, শার্প ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ১৩ শতাংশ বেড়ে হয়েছে ১৭.৩ টাকা, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৫ দশমিক ৭১ শতাংশ বেড়ে হয়েছে ১১.১ টাকা ,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৫ দশমিক ৬১ শতাংশ বেড়ে হয়েছে ১১.৩ টাকা, ডেসকোর ৪ দশমিক ৭৬ শতাংশ বেড়ে হয়েছে ২২ টাকা , সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়্যাল ফান্ডের ৪ দশমিক ৭১ শতাংশ বেড়ে হয়েছে ৮.৯ টাকা ও সিম টেক্সের ৪ দশমিক ০৫ শতাংশ বেড়ে হয়েছে ১৫.৪ টাকা।