June 24, 2025 - 12:13 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যসিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত চাহিদার দ্বিগুণ গবাদিপশু

সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত চাহিদার দ্বিগুণ গবাদিপশু

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জ জেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ৬ লাখ ৫৫ হাজার ৯০৪টি গবাদিপশু। অথচ জেলার চাহিদা প্রায় ২ লাখ ৫৯ হাজার ২৪১টি। ফলে বাকি ৩ লাখ ৯৬ হাজার ৬৬৩টি পশু দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক সবুজ জানান, জেলার নয়টি উপজেলায় প্রস্তুতকৃত পশুর মধ্যে রয়েছে ১ লাখ ৮৪ হাজার ৮০০টি ষাঁড়, বলদ ও গাভি; প্রায় ৪ লাখ ছাগল; ৩ হাজার ৮৭৫টি মহিষ এবং ৬৭ হাজার ৩০৩টি ভেড়া। চরাঞ্চলে প্রাকৃতিক ঘাস উৎপাদনের সুবিধায় এসব এলাকায় প্রাকৃতিক উপায়ে পশু পালন হয়ে থাকে, যা অন্যান্য অঞ্চলে বেশ চাহিদা পায়।

খামারিরা জানাচ্ছেন, এ বছর গো-খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। প্রতি বস্তা খাদ্যের দাম ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। এরপরও লাভের আশায় দিনরাত পরিশ্রম করে দেশীয় পদ্ধতিতে ষাঁড় মোটাতাজাকরণে ব্যস্ত রয়েছেন তারা।

তবে ভারতীয় গরু কোরবানির হাটে অবাধে প্রবেশ করলে দেশীয় খামারিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। পাশাপাশি পশু পরিবহনের সময় চাঁদাবাজি, ডাকাতি ও হয়রানির ভয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

শাহজাদপুরের খামারি মুন্সী আবুল কালাম আজাদ জানান, “যমুনা নদী পথে পশু পরিবহনের সময় মাঝপথে জোরপূর্বক নৌকা থামিয়ে পশু নামাতে বাধ্য করা হয়, এতে অর্থনৈতিক ক্ষতি হয়।”

সিরাজগঞ্জ সদর উপজেলার খামারি শিশির আহমেদ, আনোয়ার হোসেন ও মজিবর শেখ অভিযোগ করেন, “আমাদের পশুবাহী ট্রাক বা নছিমন-করিমন মহাসড়কে চলাচলের সময় বিভিন্ন পয়েন্টে ডাকাতি ও চাঁদাবাজির শিকার হতে হয়।”

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, “গত রোজার ঈদে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবারও যাতে চাঁদাবাজি বা ডাকাতির মতো অপরাধ না ঘটে, সে লক্ষ্যে একাধিক টিম সড়কে দায়িত্ব পালন করবে।”

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, কোরবানির পশুবাহী যানবাহন ও হাটকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ প্রস্তুত রয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় জানান, “জেলায় অনুমোদিত পশুর হাট ছাড়া অন্য কোথাও অস্থায়ী হাট বসানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও তিনি জানান।”

খামারিদের দাবি, ঈদের এই সময়টিতে উৎপাদনের পরিশ্রমের সঠিক মূল্য ও নিরাপদ পরিবহন নিশ্চিত করা গেলে গো-খামার শিল্প আরও এগিয়ে যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক: দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ...

গুমের ঘটনায় নিরাপত্তা বাহিনীর মতানৈক্য ও বিদেশি সংযোগ পেয়েছে কমিশন

কর্পোরেট সংবাদ ডেস্ক: গুম সংক্রান্ত ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, এ ধরনের ঘটনার পেছনে শুধু দেশীয় নিরাপত্তা বাহিনীই নয়,...

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরাইলের সঙ্গে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি হয়নি। তবে তেল আবিব হামলা বন্ধ করলে তেহরানও পাল্টা...

বাংলাদেশ-এআইআইবি’র মধ্যে ৪শ’ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

অর্থ-বাণিজ্য ডেস্ক: এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এর সঙ্গে ‘ক্লাইমেট রিজিলেন্ট ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম- সাব-প্রোগ্রাম ২’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়নের জন্য বাজেট সহায়তা হিসেবে ৪০০...

ইরান-ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর, লঙ্ঘন না করার আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান-ইসরাইল যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ খবর জানায় সংবাদমাধ্যম বিবিসি। ট্রুথ সোশ্যালে একটি...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। মঙ্গলবার (২৪ জুন) সকালে চালানো হামলায় দেশটির দক্ষিণাঞ্চলের শহর বেয়েরশেবার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে...

মেঘনায় স্পিডবোট ডুবি, উদ্ধার ২৮

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সোমবার (২৩ জুন) বিকেল ৫টার...