সূচকের উত্থানে লেনদেন শেষ

Posted on May 17, 2025

পুঁজিবাজার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শনিবার (১৭ মে) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১৩ কোটি ২ লক্ষ ১১ হাজার ২৪১ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৬২ কোটি ৮৬ লাখ ৯৩৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৯.৪৫ পয়েন্ট বেড়ে ৪৮২০.৪৭ ডিএস-৩০ মূল্য সূচক ১৮.০৮ পয়েন্ট বেড়ে ১৭৮৮.৩০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৩.৯০ পয়েন্ট বেড়ে ১০৫২.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭৭টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ব্র্যাক ব্যাংক, বীচ হ্যাচারী, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, বিপিপিএল, ফাইন ফুডস, মিডল্যান্ড ব্যাংক, এনআরবি ব্যাংক, বিএসসি ও শাইনপুকুর সিরামিকস্।

দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: শাইনপুকুর সিরামিকস্, সোনারগাঁও টেক্সটাইল, এইচআর টেক্স, বীকন ফার্মা, এসআলম কোল্ড রোল্ড, শাহাজীবাজার পাওয়ার, বাটা সু, ইনটেক অনলাইন, এনআরবিসি ব্যাংক ও ডরিন পাওয়ার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মার্কেন্টাইল ইন্সুঃ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, টুংহাই ইন্ডাঃ, আজিজ পাইপ, নূরানী ডায়িং, ফনিক্স ফাইন্যান্স, প্রভাতী ইন্সুঃ, আরএকে সিরামিকস, প্রগতি লাইফ ইন্সুঃ ও তিতাস গ্যাস।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৫২৯৯১৭০৪১৪৫৩.০০।