![]() |

পুজিঁবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (১২ এপ্রিল-১৫ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশগ্রহন করা ৩৯৬ কোম্পানির মধ্যে ৫০টির শেয়ারদর বেড়েছে। আলোচ্য সময়ে সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে সবচেয়ে বেশি। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সমাপ্ত সপ্তাহে সিটি ইন্স্যুরেন্সের আগের সপ্তাহের তুলনায় শেয়ারদর বেড়েছে ৩০ দশমিক ৫৬ শতাংশ।
সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ৮৯ শতাংশ। এবং ৯ দশমিক ৯৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।
এছাড়া, সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর শেয়ারদর বৃদ্ধি পেয়েছে- মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ৯.৫৪ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৬৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭.২০ শতাংশ, সি পার্ল বিচের ৬.৫৭ শতাংশ, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটারের ৬.৪৫ শতাংশ, উত্তরা ব্যাংকের ৫.২৪ শতাংশ এবং মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির ৫.০৯ শতাংশ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে সিটি ইন্স্যুরেন্স https://corporatesangbad.com/511379/ |