![]() |

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) রাতে উপজেলার শ্যামলাগাছি মাদ্রাসার সামনে দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গীর গ্রামের নজির আলীর ছেলে আবু সাঈদ (২০), ইউনুস আলীর ছেলে ইমন হোসেন (২১), নুরুজ্জামানের ছেলের শাকিল (১৬), শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের ইউনুসের ছেলে আব্দুল্লাহ (২৪) ও শ্যামলাগাছি গ্রামের নুর মোহাম্মদ (৩৫)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহতের স্বজনরা জানিয়েছেন, শ্যামলাগাছি মাদ্রাসার সামনের রাস্তায় বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই মোটরসাইকেলে থাকা ৫ জন সড়কের ওপর ছিটকে পড়ে আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হতে পারে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| শার্শায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৫ https://corporatesangbad.com/511357/ |