![]() |

স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (১৭ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। সেই সিরিজে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া লিটনিই এখন টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্থায়ী অধিনায়ক। দায়িত্ব পাওয়ার পর এটি হতে চলেছে তার প্রথম সিরিজ।
সিরিজের আগে প্রায় পূর্ণ শক্তির দল নিয়েই শারজাতে গিয়েছে বাংলাদেশ। চোটের কারণে দেশসেরা পেসার তাসকিন আহমেদ নেই। আইপিএলে ডাক পাওয়ায় এক ম্যাচ খেলেই ভারতে চলে যাবেন মুস্তাফিজুর রহমান। তবু, জয়ের ব্যাপারে আশাবাদী দল।
এখন পর্যন্ত আরব আমিরাতের সঙ্গে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে প্রতিটি ম্যাচে। দুদল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২২ সালে। তিন বছর পর আবারও দেখা যাবে মাঠের লড়াইয়ে। সিরিজের শেষ টে-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৯ মে, শারজাতেই।
বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| আরব আমিরাতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ https://corporatesangbad.com/511314/ |