![]() |

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁওয়ে বোনের বাড়ী থেকে জোবায়ের আহমেদ লিমন (২২) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের পাচুয়া(জব্বার নগর) গ্রাম থেকে বসত ঘরের দরজা ভেঙে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জোবায়ের আহমেদ লিমন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ স্টেশন এলাকার আমানুল্লাহ কারীর ছেলে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, জোবায়ের আহমেদ লিমন ২০২১ সালে কাওরাইদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। এস সি পাশ করে আর পড়াশোনা করেনি এরপর থেকেই গফরগাঁওয়ের পাচুঁয়া (জব্বার নগর) গ্রামে তার বোনের বাড়িতে বসবাস করছিলেন। লিমনের দু'টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ও বেকার অবস্থায় থাকার কারণে সে হতাশাগ্রস্ত ছিল।
প্রতিদিনের মত বুধবার রাতের খাবার খেয়ে নিজ রুমে ঘুমিয়ে পড়ে। সকালে পরিবারের লোকজন জানালার থাই গ্লাস দিয়ে লিমনের মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। স্বজনদের ধারনা বুধবার দিবাগত রাত ৩ টা থেকে ভোর ৬ টার মধ্যে লিমন সিলিং ফ্যানের সঙ্গে গলায় ধরি বেধে আত্মহত্যা করেছে।
নিহতের ফুফাত ভাই তানজির বলেন, আমি কয়েক দিন আগে দেশে ফিরেছি। লিমন একবার আমাকে ফোনে বলেছিল ভাই আমার একটা ব্যবস্থা করে দাও।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধিন। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| গফরগাঁওয়ে বোনের বাড়ী থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার https://corporatesangbad.com/511282/ |