পবিপ্রবি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে বাস প্রদান

Posted on May 15, 2025

কর্পোরেট ডেস্ক: শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)- কে একটি বাস প্রদান করেছে আইএফআইসি ব্যাংক। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এর কাছে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বাসটির চাবি হস্তান্তর করেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়টির টিএসসি কনফারেন্স হলে এই বাস হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অফ ব্রাঞ্চ বিজনেস মোঃ রফিকুল ইসলাম, হেড অফ অপারেশনস হেলাল আহমেদ, চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) দিলিপ কুমার মন্ডল, পবিপ্রবি এর উপ-উপাচার্য অধ্যাপক এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ সহ একাডেমিক কাউন্সিল এর অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা।

চাবি হস্থান্তর কালে আইএফআইসি ব্যাংকের চেয়াম্যান মো. মেহমুদ হোসেন বলেন, আইএফআইসি ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি সামাজিক অঙ্গীকার নিয়ে পথ চলে।

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় জ্ঞান, শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখছে, আর আইএফআইসি ব্যাংক সেই মহৎ যাত্রায় বন্ধুর মতো যথাসাধ্য পাশে থাকবে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম আইএফআইসি ব্যাংক কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতে ব্যাংকটির শিক্ষা ও গবেষণার উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।