নান্দাইলে গাছ থেকে ঝুলন্ত অটোচালকের লাশ উদ্ধার

Posted on May 15, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের নান্দাইলে জাম্বুরাগাছে ঝুলন্ত অবস্থায় ফয়সাল মিয়া (২০) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর কামটখালী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ফয়সাল ওই গ্রামের মুজিবুর রহমান স্বপনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফয়সাল মিয়া প্রতিদিন অটোরিকশা চালিয়ে রাতে বাড়ি ফিরে ঘুমাতেন। বুধবার রাতে পরিবারের অজান্তে বসতঘরের পেছনে একটি জাম্বুরাগাছে দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন।

পরিবারের সদস্যরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন। রাত ১টার দিকে নান্দাইল মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।