![]() |

কর্পোরেট ডেস্ক: ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর প্রেসিডেন্ট মহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বুধবার (১৪ মে) মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (MGI)-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের সঙ্গে তাঁর কর্পোরেট কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে প্রতিনিধি দল আইসিএমএবি - এর সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরেন এবং বাংলাদেশে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং (সিএমএ) পেশার উন্নয়ন নিয়ে কৌশলগত আলোচনা করেন। তারা কর্পোরেট স্বচ্ছতা ও টেকসই ব্যবসায়িক চর্চায় সিএমএ পেশাজীবীদের অবদান ও কর্পোরেট সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
মোস্তফা কামাল দেশের অর্থনৈতিক উন্নয়নে সিএমএ পেশাজীবীদের ভূমিকার প্রশংসা করেন এবং পেশাটির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন আইসিএমএবি -এর ভাইস প্রেসিডেন্ট মো. কাওসার আলম এফসিএমএ, সাবেক প্রেসিডেন্টগণ মোহাম্মদ সেলিম এফসিএমএ ও আরিফ খান এফসিএমএ এবং নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম এফসিএমএ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| আইসিএমএবি প্রতিনিধি দলের সঙ্গে মেঘনা গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ https://corporatesangbad.com/511241/ |