হালুয়াঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Posted on May 15, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাটে ডোবার পানিতে খেলার সময় ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনদের মধ‍্যে আহাজারি চলছে।

বুধবার (১৪ মে) সন্ধ্যায় হালুয়াঘাট উপজেলার গোপীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-ওই গ্রামের শহীদ মিয়ার মেয়ে সাদিয়া (৭) ও জাকির হোসেনের ছেলে আলিফ মাহমুদ (৬)। সম্পর্কে তারা মামাতো ও ফুপাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দুপুরে বাড়ির পাশে ডোবার পানিতে খেলাধুলা করছিল ওই দুই শিশু। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও পরে বাড়িতে না ফেরায় তাদের খুঁজতে শুরু করেন স্বজনরা। একপর্যায়ে তাদের মরদেহ ডোবায় ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাজন চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।