পটুয়াখালী যাত্রিবাহী লঞ্চ থেকে বিভিন্ন প্রজাতির ২১ মন সামুদ্রিক মাছ জব্দ

Posted on May 14, 2025

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এমভি সোহেলী নামের একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে চিংড়ি, লইট্টা ও পোয়া সহ বিভিন্ন প্রজাতির ২১ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ।

বুধবার (১৩ মে) শেষ বিকালে পায়রা বন্দর সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে এসব মাছ উদ্ধার করা হয়। পরে মাছগুলো বালিয়াতলী লঞ্চঘাট এলাকায় বসে বিভিন্ন এতিমখানা মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। জব্দকৃত মাছের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা।

তিনি বলেন, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা উপেক্ষা এসব মাছ আহরন করে কিছু অসাধু জেলেরা। অসাধু জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।