ভারতের পাঞ্জাবে ভেজাল মদ পান করে ১৪ জনের মৃত্যু

Posted on May 14, 2025

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাব রাজ্যে বিষাক্ত মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এনডিটিভি ও ইউরো নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অমৃতসর শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরের পাঁচটি গ্রামে এই ভেজাল মদ বিক্রি করা হয়েছিল।এই ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ। যাদের বিরুদ্ধে এই বিষাক্ত মদ সরবরাহের অভিযোগ রয়েছে।

পাঞ্জাব পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা মনিন্দর সিং এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার পর পুলিশ এলাকায় ভেজাল মদের চোরাকারবারি নেটওয়ার্ক ধ্বংস করতে কঠোর অভিযান শুরু করেছে।

অমৃতসরের একজন প্রশাসনিক কর্মকর্তা সাক্ষি সাওনি জানিয়েছেন, দূষিত মদ পানকারীদের চিকিৎসার জন্য গ্রামগুলোতে মেডিকেল টিম পাঠানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছে এবং আরও প্রাণহানি রোধে কাজ করছে।

উল্লেখ্য, ভারতে, বিশেষত গ্রামীণ এলাকায়, সস্তায় মদ কিনতে গিয়ে স্থানীয়ভাবে উৎপাদিত দূষিত মদ পান করে মৃত্যুর ঘটনা ক্রমাগত বাড়ছে।