বিনোদন ডেস্ক: বিশ্বের সবচেয়ে প্রাচীন কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের পর্দা উঠছে আজ। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাংলাদেশি সময় রাত ১১টা ১৫ মিনিট) শুরু হবে কানের উদ্বোধনী আয়োজন ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে ঘটবে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা।
এবার থেকে উৎসব কর্তৃপক্ষ রেড কার্পেটের জন্য নতুন ড্রেস কোড ঘোষণা করেছে। যেখানে সম্পূর্ণ নগ্নতা এবং বিশাল আকৃতির পোশাক নিষিদ্ধ করা হয়েছে।
নতুন নিয়মগুলো উৎসব শুরুর ঠিক আগেই ঘোষণা করা হয়েছে এবং এগুলো ১৩ থেকে ২৪ মে পর্যন্ত চলা উৎসবজুড়ে কার্যকর থাকবে বলে জানিয়েছে উৎসব আয়োজকরা।
নতুন ড্রেস কোডে কী কী রয়েছে?
উৎসবের আয়োজকরা জানান, রেড কার্পেট এবং উৎসবের অন্য যেকোনো স্থানে শালীনতার কারণে সম্পূর্ণ নগ্নতা নিষিদ্ধ। একই সঙ্গে বড় ট্রেনযুক্ত বা খুবই বিশাল পোশাক, যা চলাচলে বাধা সৃষ্টি করে বা থিয়েটারে বসার ক্ষেত্রে অসুবিধা তৈরি করে, তাও অনুমোদিত নয়।
নতুন আপডেটেড সনদে বলা হয়েছে,“শালীনতার কারণে রেড কার্পেটসহ উৎসবের যেকোনো স্থানে নগ্নতা নিষিদ্ধ। এমন পোশাক, বিশেষ করে বড় ট্রেনযুক্ত, যা অতিথিদের চলাচলে বা বসায় অসুবিধা তৈরি করে, তা অনুমোদিত নয়।”
সেখানে উল্লেখ করা হয়েছে, এই নিয়ম না মানলে রেড কার্পেট অ্যাক্সেস বাতিল করা হবে।
কেন এই পরিবর্তন?
কান উৎসবের এক মুখপাত্র হলিউড রিপোর্টার–কে জানিয়েছেন, যদিও অনেক নিয়ম আগে থেকেই ছিল, এবার পূর্ণ নগ্নতা নিষিদ্ধ করা-কে কেন্দ্র করে সনদে স্পষ্ট নির্দেশনা যোগ করা হয়েছে। তবে তারা বলেন, এটি ফ্যাশন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নয়, বরং রেড কার্পেটের শালীনতা ও ব্যবস্থাপনার স্বার্থে।
গত কয়েক বছরে কান ফেস্টিভাল রেড কার্পেটে অনেক বিতর্কিত ফ্যাশন দেখা গেছে। বেলা হাদিদ, এল ফ্যানিং, কেনডাল জেনার–এর মতো তারকারা সির্থ্রু গাউন পরে আলোচনায় এসেছেন। ২০২২ সালে এক অংশগ্রহণকারী ইউক্রেনের পক্ষে টপলেস প্রতিবাদ করেছিলেন, যাকে পরে সরিয়ে দেওয়া হয়। সাম্প্রতিক বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্য নগ্নতার মতো পোশাক বিতর্ক তৈরি করেছে, যদিও আয়োজকরা স্পষ্ট করেননি এই সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়া কি না!
উৎসবের অতিথিদের প্রতি আহ্বান
এই বছর কান ফেস্টিভালে অংশগ্রহণকারী সবাইকে নতুন ড্রেস কোড মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, তারা চায় রেড কার্পেট যেন সুশৃঙ্খল, শালীন ও সবার জন্য স্বাচ্ছন্দ্যময় থাকে।-কামিংসুন