![]() |

কর্পোরেট ডেস্ক: উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (ইডিপি) বাস্তবায়নের লক্ষ্যে যমুনা ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই কর্মসূচীটি Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে ব্যবসায়িক সফলতার পথ প্রশস্ত করার লক্ষ্যে কাজ করবে।
যমুনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে অতিরিক্ত পরিচালক ও PIU-SICIP এর প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর মিসেস নুরুন নাহার। এছাড়া আরো উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| যমুনা ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর https://corporatesangbad.com/511008/ |