![]() |

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩, মে ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে ৫৪ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৮ দশমিক ১১ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ৪ টাকা। তাতেই দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ইন্সুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৪২ শতাংশ।
এবং গতদিনের তুলনায় ৩ দশমিক ৯৪ শতাংশ বা ৮০ পয়সা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির শেয়ারদর ৭০ টাকা ৯০ পয়সা বেড়ে হয়েছে ২১৮৫ টাকা, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি পিএলসির ১ টাকা ১০ পয়সা বেড়ে হয়েছে ৩৪ টাকা ৩০ পয়সা, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ১ টাকা ১০ পয়সা বেড়ে হয়েছে ৪২ টাকা ২০ পয়সা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ৩০ পয়সা বেড়ে হয়েছে ১১ টাকা ৮০ পয়সা, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ১ টাকা ২০ পয়সা বেড়ে হয়েছে ৪৯ টাকা, হাওয়া ওয়েল টেক্সটাইলস পিএলসির ১ টাকা বেড়ে হয়েছে ৪১ টাকা ৫০ পয়সা এবং গ্রীন ডেলটা ইন্সুরেন্স পিএলসির ১ টাকা বেড়ে হয়েছে ৪১ টাকা ৬০ পয়সা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| দরবৃদ্ধির শীর্ষে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম https://corporatesangbad.com/510967/ |