![]() |

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১২ মে) রাতে তাকে হালুয়াঘাট থানায় হস্তান্তর করেন বান্দরকাটা বিওপির সদস্যরা।
এর আগে সোমবার দুপুরে ওই নারী বান্দরকাটা ক্যাম্প এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির টহলদল তাকে আটক করে।
আটক নারী নাহিদা সুলতানা (৩৫)। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা সদরের মৃত মোকাদ্দেস শেখের কন্যা।
বান্দরকাটা বিওপির ক্যাম্প কমান্ডার মোঃ মসিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,চলতি মাসের ৫ মে ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী মুন্সিপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে সে। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আদালত থেকে জামিনে এসে আবারো হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে।
হালুয়াঘাট থানার ওসি মোঃ আবুল খায়ের বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| হালুয়াঘাট সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী আটক https://corporatesangbad.com/510955/ |