সাইফুল ইসলাম তানভীর, সিংগাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৩ মে) তাকে আদালতের সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
জানা যায়, মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি কন্ঠশিল্পী মমতাজ বেগম নিজ দল আওয়ামী লীগের শাসনামলে বরাবরই ছিলেন আলোচিত- সমালোচিত। কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন জয় করতে গান গেয়ে ও ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যসহ বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে ছিলেন বিতর্কের শীর্ষে।
এদিকে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের খবর পেয়ে সে বিকেলে তার বড় ভাই এবারতের বাড়ি উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চরদুর্গাপুর গ্রামের চলে যান। সেখানে দুই-তিন মাস থাকার পর কোন এক সময় ছদ্মবেশ ধারণ করে অবস্থান বদলে আত্মগোপনে চলে যান।
এরই মধ্যে মমতাজের বিরুদ্ধে তার নিজ নির্বাচনী এলাকার থানা ও আদালতে হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে হাফ ডজন মামলা হয়েছে। মামলাগুলোর মধ্যে রাজধানী ঢাকার হাতিরঝিল থানায় একটি, সাভারের আশুলিয়া থানায় একটি তার নির্বাচনী এলাকার মানিকগঞ্জের হরিরামপুর থানায় একটি, সিংগাইর থানায় দুইটি ও মানিকগঞ্জ কোর্টে একটি। এসব মামলায় হত্যা, হত্যা চেষ্টা ও নাশকতার অভিযোগ আনা হয়েছে।
এর কিছুদিন পর হঠাৎ গত ১৩ অক্টোবর বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোষ্ট করেন মমতাজ। ৪ মিনিট ৩০ সেকেন্ডের সেই ভিডিওতে তাকে “আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধবি কেমনে ? আর চোখ বান্ধবি,মুখ বান্ধবি পরাণ বান্ধবি কেমনে?” গানটি পরিবেশন করতে দেখা গেছে। ভিডিওটি মুহুর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে নেতিবাচক মন্তব্যের পাশাপাশি কিছু ইতিবাচক মন্তব্য করতে দেখা গেছে নেটিজনদের।
উল্লেখ্য, ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতা গঠনের পর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ বেগম। এরপর দলীয় মনোনয়ন পেয়ে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের ৩ ইউনিয়ন) ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও ২০১৮ সালে একতরফা নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকার টিকেট পেলেও নিজ দলের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ট্রাক প্রতীকের দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন মমতাজ বেগম।