এফআরসি চেয়ারম্যানের সঙ্গে আইসিএমএবি’র সৌজন্য সাক্ষাৎ

Posted on May 12, 2025

কর্পোরেট ডেস্ক: দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার (১২ মে) ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এর নবনিযুক্ত চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দল ড. ভূঁইয়াকে শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে দেশের আর্থিক সুশাসন জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনায় কস্ট অডিটের প্রয়োগ, সিএমএ ফার্মসমূহকে অডিট কার্যক্রমে অন্তর্ভুক্তি এবং এফআরসি ও আইসিএমএবি’র মধ্যকার সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন আইসিএমএবি কাউন্সিল সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম এফসিএমএ এবং নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম এফসিএমএ।