টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি

Posted on May 12, 2025

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টির মতো এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানালেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।সোমবার (১২ মে) ইন্সটাগ্রামে পোস্ট করে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন সাবেক অধিনায়ক কোহলি।

বিসিসিআই অনুরোধ করেছিল তাকে ক্রিকেটের অভিজাত ফরম্যাটটা চালিয়ে যেতে। বিসিসিআই-এর পর ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারা বিরাট কোহলিকে অবসর না নেওয়ারও আবেদন জানিয়েছেন। কিন্তু, ইন্স্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দিলেন তাঁর চূড়ান্ত সিদ্ধান্তের কথা। 

বিদায়ের ঘোষণায় কোহলি বলেন, ‘প্রথমবার যখন ব্যাগি ব্লু (ভারতের টেস্ট ক্যাপ) পরি, তারপর ১৪ বছর কেটে গেছে। সত্যি বলতে, টেস্ট ক্রিকেটে এতদূর যাব, ভাবতে পারিনি। এটি আমার পরীক্ষা নিয়েছে, আমাকে গড়েছে এবং শিক্ষা দিয়েছে যা আমি জীবনেও বয়ে নিয়ে যাচ্ছি।’

কোহলি আরও যোগ করেন, ‘আমি এই পথ থেকে দূরে যাচ্ছি একরাশ কৃতজ্ঞতা নিয়ে। খেলাটার জন্য, মানুষের জন্য, যাদের সঙ্গে আমি মাঠ ভাগাভাগি করেছি, প্রতিটি ব্যক্তি যারা আমাকে অনুভব করিয়েছে তারা আমার পাশে আছেন—সবার প্রতি কৃতজ্ঞতা। আমি সবসময় আমার টেস্ট ক্যারিয়ারে হাসিমুখে ফিরে তাকাব। বিদায়।’

টেস্ট ফরম্যাটে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহকদের মধ্যে কোহলি চতুর্থ স্থানে রয়েছেন। তার আগে শুধুমাত্র শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্কার। ২০১১ সালের জুনে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষিক্ত হন কোহলি। শেষবার সাদা পোশাকে মাঠে নামেন চলতি বছর জানুয়ারিতে, সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৩৬ বছর বয়সী কোহলি এর মাঝে খেলেছেন ১২৩টি টেস্ট। ২১০ ইনিংসে ৪৬.৮৫ গড়ে ব্যাট হাতে রান করেছেন ৯ হাজার ২৩০। নামের পাশে জ্বলজ্বল করছে ৩১টি হাফসেঞ্চুরি ও ৩০টি সেঞ্চুরি।

সম্প্রতি রোহিত শর্মা অবসর নেওয়ার পর শোনা যায়, কোহলিও দীর্ঘতম ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত বিসিসিআইকে জানিয়েছেন। তবে বোর্ড তাঁকে ইংল্যান্ড সফরের গুরুত্বের কথা বুঝে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করে। তবে বোর্ডের সেই অনুরোধে রাখলেন না কোহলি।