লভ্যাংশ দেবে না ফারইস্ট ফাইন্যান্স

Posted on May 12, 2025

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১৩ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি দায় মূল্য দাঁড়িয়েছে ৫০ টাকা ৪৮ পয়সায়।

এছাড়া কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ জুন অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ জুন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি লোকশান হয়েছে (৫.১৩) টাকা যা ২০২৩ সালে হয়েছিল (৬.৮৫) টাকা, ২০২২ সালে ছিল (১৪.০৬) টাকা, ২০২০ সালে হয়েছিল (১.৭৪) টাকা ও ২০১৯ সালে হয়েছিল (৪.৩৮) টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে (৫০.৪৮) টাকা যা ২০২৩ সালে হয়েছিল (৪৫.৩৫) টাকা, ২০২২ সালে ছিল (৩৮.৫০) টাকা, ২০২০ সালে আয় ছিল ১.১১ টাকা ও ২০১৯ সালে যা ছিল ২.৮৫ টাকা।