বগুড়ায় একদিনের ব্যবধানে ভাঙল সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

Posted on May 10, 2025

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় একদিনের ব্যবধানে ভেঙেছে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। শনিবার (৬ মে) বিকেল ৩টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ।

এর আগের দিন শুক্রবার (৫ মে) জেলার তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, “বগুড়ায় গরমের তীব্রতা বাড়ছে। মৌসুমের অন্যান্য সময়ের তুলনায় এবার প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। আজকের রেকর্ডই সেটার প্রমাণ।” চলমান তাপপ্রবাহের প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুপুরের পর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে পড়ে। শিশু ও বয়স্করা গরমজনিত অসুস্থতায় ভুগছেন। হাসপাতালগুলোতেও গরমজনিত ডায়রিয়া, হিটস্ট্রোক ও পানিশূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।

আবহাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, ফলে তাপমাত্রা আরও বাড়তে পারে। সাধারণ মানুষকে রোদে সরাসরি চলাফেরা না করা, প্রচুর পানি পান করা এবং হালকা খাবার খাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন:

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবন বিপর্যস্ত