বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

Posted on May 10, 2025

কর্পোরেট ডেস্ক: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতায় পরিচালিত “স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)” বাস্তবায়নে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক। এই কর্মসূচির মাধ্যমে ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। এই কর্মসূচির মাধ্যমে দেশের উদ্যোক্তারা শিল্প খাতে প্রতিযোগিতা ও উদ্ভাবনী দক্ষতা অর্জনের সুযোগ পাবেন, যা টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এর উপস্থিতিতে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন এবং এসআইসিআইপি-পিআইইউ এর প্রোগ্রাম ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নাজরুল ইসলাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর ও হস্তান্তর করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ খসরু পারভেজ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা আমিনা ফাহমীন, বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগাম ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা এবং এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীনসহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।