নিজস্ব প্রতিনিধি: ভাল পুলিশিং কাজের স্বীকৃতি স্বরুপ মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। পাশাপাশি একই থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক পার্থ শেখর ঘোষ ও সহকারী উপপরিদর্শক আব্দুল জলিল পৃথকভাবে দুটি শাখা হতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যার দিকে জেলা পুলিশের হলরুমে আয়োজিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোছা: ইয়াসমিন খাতুন বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে ক্রেষ্ট তুলে দেন।
জানা যায়, জেলার ৭টি থানার মধ্য হতে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম কে থানা পরিচালনার ক্ষেত্রে এবং একই থানার উপপরিদর্শক পার্থ শেখর ঘোষকে শ্রেষ্ঠ উদ্ধারকারী ও সহকারী উপপরিদর্শক আব্দুল জলিলকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল শাখায় নির্বাচিত করা হয়।
সংবর্ধনা ও ক্রেষ্ট বিতরণী অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন শাখার সিনিয়ির অফিসারগণ উপস্থিত ছিলেন।