স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে দারুন ফর্মে আছেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। অজি স্পিনার অ্য়াডাম জাম্পার সঙ্গে যুগ্মভাবে শাহিন এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারি। 'জনেরই শিকার সংখ্যা ১৬। শাহিন এবার দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন।
বুধবার দুপুরে আইসিসি (ICC) জানিয়ে দিল যে, এই মুহূর্তে শাহিনই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক নম্বর বোলার। ক্যারিয়ারে এই প্রথমবার বিশ্বের এক নম্বর হলেন বছর তেইশের লেন্ডি কোটালের বাসিন্দা। অজি নক্ষত্র জোশ হ্যাজেলউডকে পিছনে ফেললেন শাহিন। একেবারে ন'লাফে মগডালে এলেন শাহিন।
গত মঙ্গলবার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। বাবর আজমরা সাত উইকেটে সাকিব আল হাসানদের হারিয়ে, শেষ চারের স্বপ্ন জিইয়ে রেখেছে। এই ম্য়াচে শাহিন ৯ ওভার বল করে ২৩ রান দিয়ে তুলে নেন তিন উইকেট। এহেন পারফরম্য়ান্সের পরদিনই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা শাহিনকে সুখবর শুনিয়ে দিল।
আইসিসি-র সদ্যপ্রকাশিত ব়্য়াঙ্কিং বলছে যে, শাহিন একে। তাঁর ঝুলিতে ৬৭৩ পয়েন্ট। দুয়ে হ্য়াজেলউড। শাহিনের চেয়ে ১০ পয়েন্ট কম তাঁর। তিনে ভারতের মোহাম্মদ সিরাজ (৬৫৬), চারে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ (৬৫১) ও পাঁচে নিউ জিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট (৬৪৯)। আইসিসি-র প্রথম দশে একমাত্র ভারতীয় সিরাজ। ১১ নম্বরে রয়েছেন জসপ্রীত বুমরা।
বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে ঐতিহাসিক সেঞ্চুরি করেছেন শাহিন। বিশ্বের দ্রুততম পেসার ও তৃতীয় দ্রুততম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার নজির গড়েন তিনি। শাহিন বাংলাদেশি ওপেনার তানজিদ হাসানকে (০) এলবিডব্লিউ করেই মাইলস্টোন গড়লেন। একদিনের আন্তর্জাতিক ম্যাচে শাহিন ১০০ উইকেট নিয়েছেন কেরিয়ারের ৫১ তম ম্য়াচে। পেসারদের বিচারে শাহিন এদিন অজি পেসার মিচেল স্টার্কের রেকর্ড ভেঙেছেন। ২০১৬ সালের অগস্ট মাসের ঘটনা। স্টার্ক শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৫২ ম্যাচে শততম একদিনের আন্তর্জাতিক উইকেট ঝুলিতে পুরেছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বিশ্বের এক নম্বর বোলার শাহিন আফ্রিদি https://corporatesangbad.com/51061/ |