শেরপুরে সাদা হাইস দিয়ে কালাম অপহরণ

Posted on May 8, 2025

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার শান্তিনগর এলাকায় এক ব্যক্তি অপহৃত হয়েছেন। ভুক্তভোগীর নাম কালাম। বুধবার (৭ মে, ২০২৫) রাত সাড়ে আটটার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি সাদা রঙের হাইস মাইক্রোবাসে করে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অপহরণের আগে কালাম এক মহিলার সঙ্গে চা পান করে রাস্তা দিয়ে হাঁটছিলেন। ঠিক সেই সময় ঢাকাগামী একটি সাদা হাইস এসে কালামকে জোর করে তুলে নিয়ে যায়। ঘটনার পরপরই ঐ নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশের হেফাজতে থাকা নারী দাবি করেছেন, তার সঙ্গে কালামের প্রেমের সম্পর্ক রয়েছে। তবে কে বা কারা কালামকে তুলে নিয়ে গেছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং দ্রুত কালামকে উদ্ধারের চেষ্টা চলছে।