![]() |

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি হজযাত্রীদের সম্মানে বিশেষ উপহার সামগ্রী প্রদান করেছে। সম্প্রতি আশকোনা হাজী ক্যাম্পে হজ বুথ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত ৬০ জন হজযাত্রীর হাতে এই উপহার সামগ্রী তুলে দিয়ে হজযাত্রীদের উপহার প্রদান প্রক্রিয়া শুরু করেন। উল্লেখ্য এ বছর এসআইবিএল এর মাধ্যমে প্রায় দশ হাজার (১০০০০) হজযাত্রী পবিত্র হজ পালন করতে মক্কায় যাচ্ছেন।
উক্ত অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত বলেন, ‘সোশ্যাল ইসলামী ব্যাংক সবসময় সময়োপযোগী এবং গ্রাহককেন্দ্রিক সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। হজযাত্রীদের এই বিশেষ যাত্রায় তাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এটি আমাদের জন্য সম্মান ও দায়িত্ব উভয়ই।’
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| হজযাত্রীদের সম্মানে উপহার সামগ্রী প্রদান করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক https://corporatesangbad.com/510557/ |