যমুনা ব্যাংক কর্তৃক আধুনিক স্বয়ংক্রিয় এএমএল সল্যুশনের উদ্বোধন

Posted on May 8, 2025

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি, যমুনা ব্যাংক পিএলসি কর্তৃক একটি স্বয়ংক্রিয় কম্প্রেহেসসিভ এএমএল (এন্টি মানি লন্ডারিং) সল্যুশনের বাস্তবায়ন করা হয়েছে। উক্ত সল্যুশনটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইলিয়াস উদ্দীন আহম্মদ।

এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ক্যামেলকো সহ সকল ঊর্ধ্বতন নির্বাহী এবং সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। যমুনা ব্যাংক পিএলসি সবসময় গ্রাহক সেবার মানোন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রযোজ্য সকল নিয়ন্ত্রক নির্দেশনা পরিপালনে প্রতিশ্রুতিবদ্ধ। এএমএল সল্যুশনটির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ব্যাংক এখন আরও গতিশীলভাবে সন্দেহজনক লেনদেন সনাক্ত ও বিশ্লেষণ করতে পারবে এবং আর্থিক খাতে মানিলন্ডারিং প্রতিরোধে আরও একধাপ এগিয়ে যাবে।