![]() |

মেহেরপুর প্রতিনিধি সেলিম রেজা: বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) সকালে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে মেহেরপুর জেলা পরিষদ চত্বরে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও জেলাপরিষদ চত্বরে ফিরে এসে শেষ হয়।
পরে জেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেনহাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলাম। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান খন্দকার বদরুদ্দোজার সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার সাব্বির মিয়া প্রমুখ।
বিশ্বব্যাপী মানবিক সহায়তার প্রতীক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, দুর্যোগ, বিপদ ও সংকটময় মুহূর্তে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সহায়তা দিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা https://corporatesangbad.com/510546/ |