নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী লাইফের পরিচালনা পর্ষদ ফিক্সড অ্যাসেট (স্থায়ী সম্পদ) পুর্নমূল্যায়ন অনুমোদন করেছে। গতকাল (১ নভেম্বর) কোম্পানির পর্ষদ সভায় সম্পদ পুর্নমূল্যায়নের বিষয়টি অনুমোদন করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়নের পর ৩৪ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৩৯৫ টাকা থেকে ৪৫ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ সম্পদ পুর্নমূল্যায়নের পর উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার ৬০৫ টাকা।
রূপালী লাইফের সম্পদ পুর্নমূল্যায়ন করেছে এমআরএইচ দে অ্যান্ড কো. চার্টার্ড অ্যাকাউন্টটেন্টস।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সম্পদ পুর্নমূল্যায়ন করেছে রূপালী লাইফ https://corporatesangbad.com/51050/ |