গাংনীতে ড্রামট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৩

Posted on May 7, 2025

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে রােগী নিয়ে কুষ্টিয়া হাসপাতালে যাওয়ার পথে মাইক্রােবাস ও ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৩ জন।

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর শুকুরকান্দি যাত্রী ছাউনীর অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের নুর আক্তার ওরফে লাল বানু (৪২),জেলার গাংনী উপজেলার গাঁড়াডােব গ্রামের গােলাম কিবরিয়ার ছেলে শাহিন আলী (৪০) ও গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের মােজাম্মেল হকের ছেলে মাইক্রাে চালক জামাল হােসেন (৪৭)।

এ ঘটনায় আহতরা হলেন- গাঁড়াডােব গ্রামের ফজিলা খাতুন (৭০),একই গ্রামের গােলাপজান খাতুন (৪৬) ও উলফাতন নেছা (৩৫)।

স্থানীয়রা জানান, গাঁড়াডােব গ্রামের অসুস্থ ফজিলা খাতুনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে একটি মাইক্রােযােগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তার স্বজনরা। মাইক্রােবাসটি গাংনীর শুকুরকান্দি যাত্রী ছাউনীর কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাম ট্রাক্টকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় মাইক্রাের ভিতরে থাকা রােগী ফজিলা,ফজিলার মেয়ে নুর আক্তার, ফজিলার ভাইয়ের ছেলে শাহিন, মাইক্রাে চালক জামালসহ আরাে ৩ জন গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক নুর আক্তার ও চালক জামালকে মৃত ঘােষণা করেন। এসময় শাহিনের শারীরিক অবস্থার আরাে অবনতি দেখা দেয়ায়,ওই রাতেই তাকে রাজশাহী হাসপাতালে নেয়ার সময় পথেমধ্যে মারা যান। এ দিকে আহতরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের একটিদল বিষয়টি তদন্ত করছে।