November 17, 2025 - 10:11 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমঝিনাইদহের উপসহকারীর সিরাজগঞ্জে আলিশান বাড়ি ও সম্পদের পাহাড়

ঝিনাইদহের উপসহকারীর সিরাজগঞ্জে আলিশান বাড়ি ও সম্পদের পাহাড়

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আরিফ সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় তার নামে গড়ে উঠেছে পাঁচতলা বিশিষ্ট একটি আলিশান ভবন, যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা।

স্থানীয়দের দাবি, আরিফ সরকার পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে ঠিকাদারদের কাছ থেকে অর্থ আদায় করে এবং নানা অনিয়মের মাধ্যমে এই সম্পদ গড়েছেন। বগুড়ার শেরপুর, ধনকুন্ডি ও ঢাকাসহ বিভিন্ন স্থানে রয়েছে তার নামে বা বেনামে আরও বাড়ি ও জমি।

মঙ্গলবার (৬ মে) শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিরাজগঞ্জ কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, একজন উপ-সহকারী প্রকৌশলীর সর্বোচ্চ সরকারি বেতন ৩৮ হাজার ৬৪০ টাকা। এই সীমিত আয়ে কোটি টাকার মালিক হওয়া সম্ভব নয়, যদি না দুর্নীতির মাধ্যমে আয় করা হয়ে থাকে।

চান্দাইকোনা বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, আরিফ সরকারের নির্মিত পাঁচতলা বাড়িটি বাজারের পাশেই তার শ্বশুর মো. রফিক মুহুরীর বাড়ির পাশে অবস্থিত। স্থানীয়দের ভাষায়, এটি ‘আলাদিনের চেরাগের মতো হঠাৎ গড়ে ওঠা সম্পদের প্রতীক’।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, তিনি শেরপুরে অ্যাপেক্সের একটি শোরুম, ধনকুন্ডুতে কৃষি জমি ও ঢাকায় ফ্ল্যাট কিনেছেন। ক্ষমতাসীন দলের প্রভাবশালী ঠিকাদারদের ছায়ায় থেকে এসব অর্জন করেছেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে আরিফ সরকার বলেন, “আমি চাকরি করে এই সম্পত্তি অর্জন করেছি। আপনারা যা পারেন লেখেন, পড়ে দেখে নেব।”

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অঃদাঃ) রঞ্জন কুমার দাস বলেন, “উক্ত সম্পদ অর্জনের বিষয়টি আরিফ সরকারের ব্যক্তিগত। তবে যদি তিনি জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করে থাকেন, দুদক নিশ্চয়ই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

এদিকে এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, দুদক যেন দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা দোষী সাব্যস্ত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)...

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌ-পথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস...

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন...

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে নামবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....