![]() |

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ঈদুল আজহায় সরকারি ছুটি থাকবে টানা ১০ দিন। তবে ছুটির সময় সরকারি কার্যক্রম যেন ব্যাহত না হয় সেজন্য অতিরিক্ত দুই শনিবার সরকারি অফিস খোলা থাকবে।
মঙ্গলবার (৬ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
সরকারি ছুটির বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগে থেকে ঘোষণা ছিল ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি। কিন্তু দেখা যাচ্ছে যে বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ জুন) সেটাকে ছুটি ঘোষণা করে ১৭ মে ও ২৪ মে- এ দুই শনিবার সরকারি কর্মচারী, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা কাজ করবেন। বিনিময়ে ১১ ও ১২ জুন ছুটি ঘোষিত হবে। এরপর ১৩ ও ১৪ জুন (শুক্র ও শনিবার)সহ ঈদুল আজহার মোট ছুটি হবে ১০ দিন।
ব্যাংকগুলো যেহেতু ব্যাংক কোম্পানি আইনে চলে, তারা তাদের মতো ছুটি ঘোষণা করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ঈদের ছুটি শুরু ৫ জুন, অফিস খোলা থাকবে আগের দুই শনিবার https://corporatesangbad.com/510431/ |