![]() |

নিজস্ব প্রতিনিধি : বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস মানিকগঞ্জের সিংগাইর প্রতিনিধি আখতার উজ্জামানকে তার হাত কেটে নেয়ার হুমকি দিয়েছে এক ফার্মেসী মালিক। হুমকিদাতা পৌর বাজারের মাধবী মেডিক্যাল হলের স্বত্ত্বাধিকারী ও উপজেলার বায়রা ইউনিয়নের স্বরুপপুর গ্রামের ভবেশ সরকারের ছেলে আশীষ সরকার। সরবরাহকৃত ওষুধের বিল চাইতে গেলে টাকা আটকিয়ে ওই কোম্পানির প্রতিনিধির কাছে উপহার সামগ্রী দাবী করে আশীষ। না পেয়ে হাত কেটে নেয়ার হুমকি দিলে ভুক্তভোগী নিরুপায় হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন।
সরেজমিন মঙ্গলবার (৬ মে) ওষুধ কোম্পানির প্রতিনিধি,আশপাশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ও জিডি থেকে জানা গেছে, আশীষ সরকার সোমবার সকালে বেক্সিমকো ফার্মার ৪৫ হাজার টাকার ওষুধ অর্ডার দেয়। পলিসি অনুযায়ী কোম্পানি প্রতিনিধি রাতে সরবরাহকৃত ওষুধের বিল আনতে যায়। এ সময় ফার্মেসী মালিক আশীষ সরকার টাকা আটকিয়ে উপহার সামগ্রী চেয়ে প্রেসার দেয়। এতে ওই এমপিও অপারগতা প্রকাশ করলে তাকে ও তার সহকর্মী আশরাফ মো. মাহিরকে অকথ্য ভাষায় গালমন্দ, হাত কেটে নেয়াসহ হত্যার হুমকি দেয়। অবস্থা বেগতিক দেখে আশপাশের লোকজন ও জনৈক বিএনপি নেতার হস্তক্ষেপে তৎক্ষনাৎ টাকা আদায় হলেও তার অব্যাহত হুমকি-ধমকিতে ভীত সন্ত্রস্ত হয়ে ভুক্তভোগী থানায় জিডি করেন। ইতিপূর্বে একাধিক ওষুধ কোম্পানি প্রতিনিধিও আশীষের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে। এতে থানায় অভিযোগের পর পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া, বিভিন্ন গণমাধ্যমে স্বচিত্র সংবাদ হলেও থেমে নেই তার সন্ত্রাসী কর্মকান্ড। এমন ঘটনায় সিংগাইরে কর্মরত শতাধিক ওষুধ কোম্পানির প্রতিনিধির মাঝে আশীষ আতঙ্ক বিরাজ করছে। তারা প্রতিনিয়ত আশীষের হয়রানি ও নির্যাতন থেকে রক্ষা পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
পার্শ্ববর্তী জামাল মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন বলেন,গত ৯ এপ্রিল আশীষ মদ্যপ অবস্থায় নিজের ফার্মেসীতে নাচানাচির ঘটনা নিষেধ করলে আমাকে মারধর করতে উদ্যত হয়। একপর্যায়ে আমার ফার্মেসীতে অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকি দেয়। আমি থানায় অভিযোগ দায়ের করলে বাজার কমিটির মধ্যস্থতায় সুরাহা হয়। পুনরায় নেশা করে মানুষের সাথে অসদাচরণ করায় আশপাশের ব্যবসায়ীরাও অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা প্রশাসনের কাছে তার উপযুক্ত বিচার দাবী করছি।
অভিযুক্ত মাধবী মেডিক্যাল হলের স্বত্ত্বাধিকারী আশীষ কুমার সরকার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, কোম্পানির উপহার সামগ্রী নিয়ে ওই প্রতিনিধি'র সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে।
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন সিংগাইর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নিপা ফার্মার ম্যানেজার তারেক মাহমুদ বলেন, আশীষ বিভিন্ন কোম্পানির ওষুধ অর্ডার দিয়ে প্রথমে বিলের টাকা আটকিয়ে প্রতিনিধিদের জিম্মি করে। কখনো টাকার একটা অংশ হাতে কেটে রেখে অযৌক্তিক দাবী উত্থাপন করে বাগ্বিতণ্ডায় জড়িয়ে কোম্পানির লোকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে থাকে। এছাড়া গতমাসে থানার অদূরে প্রকাশ্য দিবালোকে নেশা করে নিজের ফার্মেসীতে নৃত্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও তার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নেয়ায় তিনি আরো বেপরোয়া হয়ে ওঠেছে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, জিডি অনুযায়ী তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সিংগাইরে ওষুধ কোম্পানি প্রতিনিধির হাত কেটে নেয়ার হুমকি ফার্মেসী মালিকের বিরুদ্ধে https://corporatesangbad.com/510359/ |