![]() |

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের তৎপরতায় পাথরবোঝাই একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও ফেনসিডিল জব্দ করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) রাতে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মাওলানা সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে শাহজাদপুর থানা পুলিশ।
আটককৃত দুইজন হলেন—ঢাকার সাভার থানার বনগ্রাম মহল্লার আবু জাফরের ছেলে ট্রাকচালক সাদ্দাম হোসেন (৩২) ও একই থানার দক্ষিণ দরিয়াপুর মহল্লার শামছুল আলমের ছেলে শরিফ আলম (৩০)।
ট্রাকটি বুড়িমারী সীমান্ত থেকে পাথর বহন করে সাভারের উদ্দেশে রওনা হয়েছিল বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মহাসড়কে ওঁৎ পেতে থেকে ট্রাকটিতে তল্লাশি চালায়। এ সময় ট্রাকের পাথরের ভেতর লুকানো অবস্থায় চার বোতল বিদেশি মদ, চারটি বিয়ার ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃতরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
স্থানীয়দের মতে, মহাসড়ক ব্যবহার করে দীর্ঘদিন ধরেই মাদক পাচারের চেষ্টা চালানো হচ্ছিল। পুলিশের এমন সাড়াশি অভিযান এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সিরাজগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে মাদক উদ্ধার, চালক-সহকারী আটক https://corporatesangbad.com/510353/ |