![]() |

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীর ওপর নির্মিত বহুমুখী সেতুর ওপর থাকা পরিত্যক্ত রেলওয়ে ট্র্যাক অপসারণ এবং সেতুর দুটি চলমান লেন প্রশস্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে সেতু বিভাগে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এবং যমুনা সেতু কর্তৃপক্ষ যৌথভাবে এই প্রস্তাবনা পাঠিয়েছেন।
যমুনা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, সেতুর প্রতিটি লেনের ন্যূনতম প্রস্থ হওয়ার কথা ৭.৩ মিটার, অথচ বর্তমানে তা মাত্র ৬.৩ মিটার। ফলে যানবাহনের চাপ বাড়লে দীর্ঘ যানজট তৈরি হয়। সেতু দিয়ে প্রতিদিন ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করে, যা উৎসবকালে তিন গুণ পর্যন্ত বেড়ে যায়।
তিনি আরও বলেন, রেলওয়ে ট্র্যাকটির প্রস্থ সাড়ে তিন মিটার। এটি অপসারণ করলে সেতুর লেনদ্বয় প্রশস্ত করা সম্ভব হবে, যার ফলে যানজট ও দুর্ঘটনা কমে আসবে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে উদ্বোধন হওয়া যমুনা সেতুতে ২০০৮ সালে ফাটল দেখা দিলে রেল চলাচলের গতি কমিয়ে দেওয়া হয়। এরপর উত্তর পাশে একটি নতুন রেলওয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার, যার উদ্বোধন হয় ২০২৫ সালের ১৮ মার্চ। বর্তমানে পুরোনো রেল ট্র্যাকটি ব্যবহার হয়নি এবং মরিচা পড়েছে স্লিপারগুলোতে।
জেলা প্রশাসক জানান, ১৬ মার্চ প্রস্তাব পাঠানোর পর সেতু বিভাগের সচিব বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| যমুনা সেতু থেকে রেল ট্র্যাক অপসারণ ও লেন প্রশস্তের প্রস্তাব https://corporatesangbad.com/510321/ |