ঈশ্বরগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ আটক ‍২, পিকআপ ভ্যান জব্দ

Posted on May 6, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

সোমবার (৫ মে) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌরসদর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করার পাশাপাশি মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন-হবিগঞ্জ জেলার চুরারুঘাট উপজেলার চন্দনা এলাকার সাব্বির রহমান (২৫) ও একই এলাকার মামুন আহম্মেদ (২৬)।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছারুল আলম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে একটি নীল রঙের পিকআপ ভ্যানে বিপুল পরিমাণে গাঁজা নিয়ে দুই তরুণ ময়মনসিংহে আসার গোপন সংবাদ পান তারা। পরে সোমবার সকাল থেকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলা সদরে অবস্থান নেওয়া হয়। দুপুর ১২টার দিকে একই রঙের একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান এই পথ দিয়ে যাওয়ার সময় সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানটির সামনের আসনের নিচ থেকে ১১ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা জানান, তারা দু'জন ভাড়ায় পিকআপ চালান। নিজ এলাকার এক বড় ভাইয়ের অনুরোধে মাদকগুলো ময়মনসিংহ শহরে নিয়ে যাচ্ছিল। পৌঁছানোর পর নির্দিষ্ট মোবাইল নম্বরে যোগাযোগ করে ডেলিভারি দেওয়ার কথা ছিল তাদের।তবে কার কাছে এসব গাঁজা সরবরাহ করা হবে জানেন না তারা।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, আটকদের নিয়ে আরো অভিযান চালানোর পর ঈশ্বরগঞ্জ থানায় নিয়মিত মামলা দিয়ে সোপর্দ করা হবে।