ডিবিএইচ ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

Posted on May 6, 2025

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি জানিয়েছে তারা আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাসসহ মোট ১৭ শতাংশ লভ্যাংশ দেবে।

সোমবার (০৫ মে, ২০২৫) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ১৯ জুন সকাল সাড়ে ১১টায় ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.০৭ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ৪.৯৫ টাকা, ২০২২ সালে ছিল ৫.২১ টাকা, ২০২১ সালে হয়েছিল৫.৮৯ টাকা ও ২০২০ সালে হয়েছিল ৫.৭৮ টাকা।