![]() |

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকার সাবেক নগর সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের হত্যার প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত।
সোমবার (৫ মে) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরের মুরাদপুর, ২ নম্বর গেট, বহদ্দারহাট, একে খান ও সল্টঘোলা ক্রসিংসহ বিভিন্ন স্থানে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।
শহরতলির হাটহাজারী, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ ও পটিয়াতেও মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। কোথাও কোথাও টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ চালানো হয়। সল্টঘোলা এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে বাকবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা বলেন, 'আলেম হত্যা আর নীরব প্রতিবাদ নয়। মাওলানা রইস উদ্দিনের খুনিরা ইসলাম, মসজিদ ও ধর্মীয় মূল্যবোধে আঘাত করেছে। রাষ্ট্রের নীরব প্রশ্রয়ে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। এখনই বিচার চাই, নয়তো সারাদেশ অচল করে দেওয়া হবে।'
তাদের বক্তব্য, 'ক্ষমতাসীনদের ছত্রছায়ায় বিচারহীনতার সংস্কৃতি চলছে। প্রশাসন যদি খুনিদের পক্ষ নেয়, তাহলে জনগণের আদালতই রায় দেবে।'
এর আগে গত শনিবার (৩ মে) এক সমাবেশে আহলে সুন্নাত চেয়ারম্যান আল্লামা কাজী মঈনউদ্দিন আশরাফী ৪ মে ‘মার্চ টু গাজীপুর’ এবং ৫ মে সারাদেশে অবরোধের ঘোষণা দেন।
অবরোধের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সকাল থেকে যান চলাচল স্থবির হয়ে পড়ে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| অবরোধে অচল চট্টগ্রাম, রইস উদ্দিন হত্যা মামলার দ্রুত বিচারের দাবি https://corporatesangbad.com/510189/ |