![]() |

বগুড়া প্রতিনিধি: বগুড়ার জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা বলেছেন, “একটি চক্র জুলাই আন্দোলনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। স্থানীয় উন্নয়ন নিশ্চিত করতে এবং গুজব প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে।”
তিনি বলেন, “জুলাই আন্দোলন ছিল একটি নির্দিষ্ট দাবির ভিত্তিতে গঠিত। তবে ৫ আগস্টের পর কিছু গোষ্ঠী বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামে, যেগুলোর যৌক্তিকতা নিয়েই এখন প্রশ্ন উঠছে। এ বিষয়ে জনগণকে সঠিক তথ্য জানাতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
জেলা প্রশাসক আরও বলেন, “দুঃখজনকভাবে অতীতে কিছু হলুদ সাংবাদিক গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করেছে। গুজব প্রতিরোধে সাংবাদিকদের সত্য ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করতে হবে।”
রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর আয়োজনে “বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।
সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, সিনিয়র সাংবাদিক মির্জা সেলিম রেজা, মহসিন আলী রাজু, আব্দুর রহিম বগড়া, আবুল কালাম আজাদ, রাহাত রিটু, শফিকুল ইসলাম শফিক, মমিনুর রশিদ তালুকদার শাহিন, টিএম মামুন, ও হাবিবুর রহমান, বিডি২৪লাইভ প্রতিনিধি আব্দুল ওয়াদুদ আকন্দ। বক্তারা সাংবাদিকতা পেশার নৈতিকতা বজায় রেখে সমাজে গঠনমূলক ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের সচেতন ভূমিকার আহ্বান ডিসির https://corporatesangbad.com/510152/ |