চাকরি পুনর্বহালের দাবিতে সাবেক এমপিওর কর্মকাণ্ডের প্রেক্ষিতে ইবনে সিনা ফার্মার বক্তব্য

Posted on May 4, 2025

কর্পোরেট ডেস্ক : দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত স্বনামধন্য ওষুধ উৎপাদন ও বিপননকারী প্রতিষ্ঠান।

সম্প্রতি ইবনে সিনা ফার্মার মার্কেটিং বিভাগের কিছু ফিল্ডফোর্স এর অর্থ আত্মসাৎসহ কোম্পানীর সার্ভিস রুলস পরিপন্থি কার্যক্রম ও চাকুরীর শর্ত ভঙ্গ করায় কোম্পানীর বিধিমাফিক চাকুরি অবসান (Termination) হয়েছে। অবসায়নকৃত (Terminated) কয়েকজন প্রাক্তন ফিল্ডফোর্স তাদেরকে চাকুরিতে পুনর্বহাল করার জন্য কোম্পানীর চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন যা কোম্পানীর পরিচালনা পর্ষদ কর্তৃক গঠিত ‘রিভিউ কমিটি’ এর মাধ্যমে রিভিউ চলমান।

ইতোমধ্যে উক্ত ব্যক্তিবর্গের মধ্যে কেউ কেউ নানাভাবে (অনলাইনে ও অফলাইনে) কোম্পানী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচার, অপপ্রচার ও বিষোদগার করার পাশাপাশি ভয়-ভীতি এবং হুমকি প্রদর্শন করে যাচ্ছেন। এ প্রেক্ষিতে কোম্পানীর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

এমতাবস্থায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোম্পানীর মূল্যবোধ ও সুনাম রক্ষায় সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দায়িত্ব¡শীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছে।