![]() |

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় আম খাওয়ানের লোভ দেখিয়ে রাস্তা থেকে বাড়িতে নিয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচষ্টার অভিযোগে মানিক মিয়া (৩২) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ মে) দুপুর ১২টায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মানিক মিয়া পারনাটাবাড়ি গ্রামের গোলাম সরোয়ারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার পারনাটাবাড়ি গ্রামের এক কৃষকের মেয়ে (৮) স্থানীয় একটি কওমী মাদরাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী শুক্রবার (২ মে) সকালে একই গ্রামে নানার বাড়ি থেকে নিজের বাড়ির দিকে রওনা হয়। পথিমধ্যে সকাল সাড়ে ৯টায় মানিকের বাড়ির সামনের রাস্তায় পৌছুলে আম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে কৌশলে নিজের ঘরে নিয়ে ধর্ষণে চেষ্টা চালায়।
তখন শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মানিক কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদি হয়ে মানিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক ঘটনার সত্যতা স্বীকার করেছে। আসামি মানিককে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে এবং জবানবন্দি রেকর্ড করার জন্য ভিকটিমকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ধুনটে আমের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১ https://corporatesangbad.com/509974/ |