![]() |

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বিদ্যুতায়িত হয়ে জনি (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ মে) ভোর সাড়ে ৪টায় নিউ অটোমেটিক রাইস মিলে কাজ করতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে।
নিহত জনি দিনাজপুর জেলার চিরিরবন্ধর থানার মথুরাপুর ডাক্তারপাড়া গ্রামের আমিনের ছেলে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, নিহত জনি বেশ কয়েকদিন ধরে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের আন্দিকুমরা গ্রামের নিউ অটোমেটিক রাইস মিলে তার চাচা রাকিব এর সাথে নির্মাণ শ্রমিকের কাজ করছিল। প্রতিদিনের ন্যায় শুক্রবার ভোরে কাজ করা সময় মেশিনের তার খুলতে গিয়ে তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়।
এ ব্যাপারে শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী আবুল কালাম আজাদ বলেন, বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যুর খবর শুনেছি। লাশ পরিবারের লোকজনের নিয়ে গেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| শেরপুরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু https://corporatesangbad.com/509954/ |