November 19, 2025 - 4:30 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশরাসূল (সা.)-কে নিয়ে কটুক্তিকারীকে গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে তাওহিদী জনতার সংবাদ সম্মেলন

রাসূল (সা.)-কে নিয়ে কটুক্তিকারীকে গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে তাওহিদী জনতার সংবাদ সম্মেলন

spot_img

ঝিনাইদহ জেলা সংবাদদাতা: রাসুল পাক (সাঃ) এঁর কটুক্তিকারী কুখ্যাত মোজাম্মেল হককে গ্রেফতার, বিচার ও ফাঁসির দাবীতে সংবাদ সম্মেলন করেছে ঝিনাইদহের সর্বমÍরের তাওহিদী জনতা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোঃ সাইদুর রহমান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে, জামায়াতের সুরা সদস্য মাওলানা মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ হাফেজ মোঃ মমতাজুল করিম, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন বেলালী, কোষাধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন, সহ-সভাপতি হাফেজ মোহাম্মদ কামরুজ্জামান, ইসলামী আন্দোলনের সেক্রেটারি প্রভাষক মাওলানা শিহাব উদ্দীন, ইসলামী আন্দোলনের থানা আমীর মাওলানা মোঃ কামাল উদ্দীন, মাওলানা ওবায়দুল্লা আল হাবিব, মাওলানা মোঃ রুহুল আমীন ও মাওলানা হাসানুর রহমান উপস্থিত ছিলেন।

তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া গ্রামের বাসিন্দা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি রেজিস্ট্রার কুখ্যাত মোজাম্মেল হককে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি এটা খুবই দুঃখজনক।

রাসুল পাক (সাঃ) আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসুল। তিনি সৃষ্টির শ্রেষ্ঠ মানব। তাঁর ভালোবাসা ও অনুসরণ করা আমাদের ঈমান। কিয়ামতের কঠিন পরিস্থিতিতে তাঁর সুপারিশ সকল মুসলিমের প্রত্যাশা। তাঁর আকাশচুম্বী সম্মান ও মর্যাদায় কেউ সামান্যতম আঘাত করলে মুসলিমগণ জীবন দিয়ে হলেও তাঁর সম্মান রক্ষা করতে প্রস্তুত থাকেন। তাঁর সুমহান চরিত্র নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্যকারী পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না।

অথচ কুখ্যাত মোজাম্মেল হক মুসলিমদের কলিজার টুকরা রাসুল পাক (সাঃ) কে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্যের পরও তাকে গ্রেফতার করে আইনের আওতায় না আনায় তাওহীদি জনতার মাঝে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

লিখিত বক্তব্যে বলা হয়, ঘটনার দিন মোজাম্মেল হক রাসুলপাক (সা) কে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্য করলে এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে তাৎক্ষণিক ভাবে প্রতিবাদ মিছিল বের করে। এই ঘটনাটি প্রিন্ট মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে ঝিনাইদহসহ সারাদেশে উত্তেজনা বিরাজ করতে শুরু করে। ইতোমধ্যে তাকে ইসলামী বিশ্ববিদ্যালয় অস্থায়ীভাবে বহিষ্কার করেছে।

খতিব মোঃ সাইদুর রহমান লিখিত বক্তব্যে উল্লেখ করেন, কুখ্যাত এই মুজাম্মেল হককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে ইমাম পরিষদ ঝিনাইদহের পক্ষ থেকে গত ২৪ এপ্রিল ঝিনাইদহের জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয় ও হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

কিন্তু প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় গত ২৮ এপ্রিল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হরিণাকুণ্ডু আমলী আদালতে মুজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়নি। এদিকে এই নিয়ে তাওহীদি জনতার মধ্যে ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

সংবাদ সম্মেলনে ঝিনাইদহ ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ হাফেজ মোঃ মমতাজুল করিম প্রশ্নের জবাবে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক তা আমরা কিছুতেই কামনা করছি না। কুখ্যাত মুজাম্মেল ছাড়াও তার সঙ্গে কারা কারা বা কোন চক্র জড়িত তাদের গ্রেফতার করা না হলে তাওহিদী জনতা মাঠে নামতে বাধ্য হবে।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, মুজাম্মেলকে গ্রেফতারের ব্যাপারে পুলিশের নুন্যতম কোন শিথিলতা বা গাফরতি নেই। ঘটনার পর থেকেই পুলিশ তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে এবং অভিযান এখনো চলমান রয়েছে। তিনি জানান, খুবই দ্রুতই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা দোষী সাব্যস্ত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)...

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌ-পথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস...

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন...

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...