গফরগাঁওয়ে ছাদ থেকে পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

Posted on April 30, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁওয়ে বাসার ছাদ থেকে পড়ে গিয়ে মাদ্রাসার শিক্ষক এস এম মোশাররফ হোসেন মাসুদ (৪০) নিহত হয়েছেন। তিনি স্থানীয় পোড়াবাড়িয়া আব্দুল গণি দাখিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক ছিলেন।

বুধবার (৩০ এপ্রিল) সকালে পৌর শহরের ইমামবাড়ী এলাকার কাজল ভিলাতে ঘটনাটি ঘটে।

নিহত এস এম মোশাররফ হোসেন মাসুদ ওই এলাকার হাজী আবদুল মালেকের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মাসুদ সকালে ৩ তলার ছাদে উঠে। হঠাৎ ছাদ থেকে খান বাহাদুর ইসমাঈল সড়কে আছড়ে পড়ে। মাটিতে পড়ার শব্দ শুনে পরিবারের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ভাই সবুজ বলেন, আমরা তখন ঘুমিয়ে ছিলাম। শব্দ শুনে ঘুম থেকে উঠে ভাইকে উদ্ধার করি। কি ভাবে হয়েছে?কিছুই বুজতেছিনা। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভাইয়ের মৃত্যু হয়।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসরিন সুলতানা মুন জানান, স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসলে তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে আমার কাছে এখনও কেউ আসেনি।