![]() |

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার অভিযোগে দু'জন মাদক কারবারীকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত সালমান বিশ্বাস (২৩) লোহাগড়া পৌরসভার খলিসাখালী গ্রামের শামীম বিশ্বাসের ছেলে ও চঞ্চল গাজী (৩৮) পার মল্লিকপুর গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে লোহাগড়া থানার এসআই শাহিন মিয়া, এসআই আব্দুস শুকুর ও এএসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ পার-মল্লিকপুর গ্রামের জনৈক আলম মিয়ার বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে লোহাগড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, মাদকদ্রব্য সহ মাদক কারবারীকে আটকের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২ https://corporatesangbad.com/509804/ |