![]() |

অনলাইন ডেস্ক: টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে রাজধানীর কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। এ সময় সিদ্দিকের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়।
ভিডিওতে দেখা যায়, উত্তেজিত যুবকদের টানাহেঁচড়া ও বেধড়ক মারধরে সিদ্দিকের পরনে থাকা গায়ের পোশাক ছিড়ে যায়। এসময় সিদ্দিকের বিরুদ্ধে স্লোগান দেন কয়েকজন উত্তেজিত যুবক। ভিডিও’র শেষ দিকে দেখা যায়, সিদ্দিককে রমনা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার এসআই জালাল উদ্দিন বলেন, ঘণ্টাখানেক আগে (বিকেল সাড়ে ৪টা নাগাদ) সিদ্দিককে থানায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে রমনা থানাতেই আছেন। তবে সিদ্দিককে কোনো মামলায় গ্রেফতার বা আটক করা হয়েছে তা জানা যায়নি।
এদিকে সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ https://corporatesangbad.com/509683/ |