ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা, যা বললেন উপদেষ্টা ফারুকী

Posted on April 28, 2025

বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আদালাত সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল নিহত শ্রাবণের বড় ভাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।

তার বিরুদ্ধে হত্যা মামলার খবর সামনে আসতেই শোবিজ অঙ্গনে প্রতিবাদের ঝড়। বিশেষ করে যারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন, তারা কোনোভাবেই ইরেশ যাকেরের বিরুদ্ধে ‘হত্যা মামলা’র ঘটানাটি মেনে নিতে পারছেন না। এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পাওয়া শর্টফিল্ম ‘আলী’ সংশ্লিষ্ট কলাকুশলী সবার সাথে মতবিনিময় করেন সংস্কৃতি উপদেষ্টা। এসময় ইরেশ যাকেরের বিরুদ্ধে হওয়া হত্যা মামলা নিয়েও সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করেন সংবাদকর্মীরা।

এসময় ফারুকী বলেন, “আমি নিজে সরকারের একটা অংশ। ফলে আমি তো আর এখন এক্টিভিস্ট না। এক্টিভিস্ট হলে কথা বলতাম বেশী, কিন্তু এখন সরকারের অংশ হয়ে আমাকে কথা কম কাজ বেশী করতে হবে। এটার মধ্যে একটা উত্তর থাকতে পারে।”

এ বিষয়ে ফারুকী সংবাদকর্মীদের উদ্দেশে আরো বলেন, “দ্বিতীয়ত এই মামলাটার ব্যাপারে আমার যদি প্রতিক্রিয়া জানতে চান, তাহলে বলবো- ইরেশ যাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। জুলাই আন্দোলনের সাথেও তিনি জড়িত ছিলেন। ফলে এটা ডিপলি ট্রাবলিং, ডিপলি ডিস্টার্বিং।”

ইরেশের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিক্রিয়া জানিয়ে ফারুকী বলেন, “আবারও বলছি, মামলা করেছেন একজন লোক। এটা কোনো রাষ্ট্র পক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। এখন আমরা স্বাধীনতা পেয়েছি। সবার মামলা করারও স্বাধীনতা আছে। কেউ কেউ সেই স্বাধীনতার অপব্যবহারও করছে। আমি বিশ্বাস করি, পুলিশ এটার সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যে সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটা বাতিল করে দিবে।”