নিজস্ব প্রতিবেদক : শুক্রবার (১৩ জানুয়ারি) আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে তাবলিগ জামাতের তিন দিনব্যাপি বিশ্ব ইজতেমার ১ম পর্ব। এরইমধ্যে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমা ময়দানে জেলাভিত্তিক ৯১ খিত্তায় অবস্থান করছেন তারা।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়। এর আগে বুধবার (১১ জানুয়ারি) রাতেই পুরো ইজতেমা ময়দান পরিপূর্ণ হয়ে যায়।
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে এবারের ৫৬তম বিশ্ব ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আগত মুসল্লিরা ইজতেমা ময়দানে অবস্থান করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করছেন ও আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছেন। তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
এবারের ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা তিনটি সেক্টরে ভাগ করা হয়েছে। হেলিকপ্টার টহলসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম জানান, বিদেশিরা ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পাশে অবস্থান নিচ্ছেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৬টি দেশের প্রায় দেড় হাজার বিদেশি এসে ময়দানে অবস্থান নিয়েছেন। তাদের পাশাপাশি একই সময়ে দেশের প্রায় সব জেলা থেকে লাখো মুসল্লি এসে ময়দানে নির্ধারিত খিত্তায় হাজির হয়েছেন।
বুধবার (১১ জানুয়ারি) টঙ্গী ইজতেমা ময়দান পরিদর্শন করে পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, বিশ্ব ইজতেমায় আগত দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তায় এয়ারপোর্ট থেকে তুরাগ, সবখানে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইজতেমায় আসতে শুরু করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা https://corporatesangbad.com/5094/ |