ম্যাক পেপারের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

Posted on November 1, 2023

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের ওভার দ্যা কাউন্টার (ওটিসি) বোর্ডে তালিকাভুক্ত কোম্পানি ম্যাক পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৩ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৩৩ পয়সা আয় হয়েছিল।গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৭ টাকা ৮৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর ডিওএইচএসের রাওয়া ক্লাবে অনুষ্ঠিত হবে।কোম্পানিটির শেয়ারহোল্ডারদের রেজিস্টার ৩ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।